তাইজুল নয়, পূরণ হচ্ছে রাবাদার চাওয়াই

তাইজুল নয়, পূরণ হচ্ছে রাবাদার চাওয়াই

আগের দিন ফাইফার পাওয়া তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে চান। আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা জানিয়েছিলেন লিডটা নিদেনপক্ষে ১০০ রানে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা। 

রাবাদার চাওয়াই পূরণ হতে চলেছে আজ। দ্বিতীয় দিন সকালেই তিন অঙ্কের লিডের খুব কাছে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। 

শুরুর এক ঘণ্টায় বাংলাদেশ তেমন কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি। যার ফলে সফরকারীরা রান তুলেছে অনায়াসে। 

দ্বিতীয় দিনের শুরুর এক ঘণ্টায় ১৪ ওভার হয়েছে। এ সময় দক্ষিণ আফ্রিকা রান তুলেছে ৫২, বাংলাদেশ একটা উইকেটের দেখাও পায়নি। সফরকারীদের রান গিয়ে দাঁড়িয়েছে ১৯২ রানে, তিন অঙ্কের লিডের জন্য আর চাই ১৪ রান।

সম্পর্কিত খবর