পাকিস্তানকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজও জিতল বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে বেধে রাখে ১৬৬ রানে। এরপর রান তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে গিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচটা সুপার ওভারে জিতে বাংলাদেশ চলে এসেছিল সিরিজ জয়ের দুয়ারে। তবে আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচে পাকিস্তান শুরুটা করেছিল ভালো। ইঙ্গিত দিচ্ছিল বড় স্কোরেরও। 

ওপেনিং জুটিতে উঠল ৬৫ রান। তবে ওপেনার সাদাফ শামস বিদায় নেওয়ার পরেই পাকিস্তানের ধস শুরু হয়ে যায়। উইকেট খোয়াতে থাকে নিয়মিত বিরতিতে। মুনিবা আলী, বিসমাহ মারুফরা বড় স্কোর করতে পারেননি। 

পাকিস্তান তাও কিছু রান পেয়েছে ওপেনার সিদরা আমিনের কল্যাণে। পাক এই ওপেনার শুরু থেকে ব্যাট করেছেন একেবারে শেষ পর্যন্ত। অপরাজিত ছিলেন ৮৪ রানে। তবে ওপাশে সঙ্গ না পাওয়ায় পাকিস্তানকেও বড় পুঁজি এনে দিতে পারেননি। 

পাকিস্তানকে ১৬৬ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন নাহিদা আক্তার, ২৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। এছাড়াও রাবেয়া খান ২টি, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার ও স্বর্ণা আক্তার নেন একটি করে উইকেট। 

জবাবে দুই ওপেনার ফারজানা হক আর মুরশিদা খাতুনের রেকর্ডগড়া এক জুটিই কাজটা সহজ করে দেয় বাংলাদেশের। দুজন মিলে ওপেনিং জুটিতে তোলেন ১২৫ রান। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটাই সর্বোচ্চ ওপেনিং জুটি।

তবে এরপরই ছোট একটা ধস নামে। ৩ রানে ৩ উইকেট খুইয়ে বসে দল। এরপর অবশ্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সোবহানা মোস্তারি মিলে পরিস্থিতি সামাল দেন। এরপর নিয়ে যান জয়ের বন্দরে। দুজনে যথাক্রমে ১৮ ও ১৯ রানে অপরাজিত ছিলেন শেষমেশ। বাংলাদেশ পায় ৭ উইকেটের বড় জয়।

সিরিজ জয়ে আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপেও এক ধাপ এগোলো জ্যোতির দল। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মেয়েরা ছয়ে। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান।

সম্পর্কিত খবর