চা বিরতির আগে আরও কোণঠাসা বাংলাদেশ
প্রথম দিন প্রথম সেশনেই যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর সময় যত গড়াচ্ছে, স্বাগতিকরা ততই কোণঠাসা হয়ে পড়ছে, আর দক্ষিণ আফ্রিকা জাঁকিয়ে বসছে চালকের আসনে।
দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনেও তার ব্যত্যয় ঘটেনি। ২০২ রানের বিশাল লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ করেছে। সেশন শেষ হওয়ার আগে ইতোমধ্যেই দুটো উইকেট চলে গেছে বাংলাদেশের, স্কোরবোর্ডে রান উঠেছে মোটে ১৯।
প্রোটিয়ারা আজ সকালে নিয়ে নামা ৪০ রানের লিডটাকে বিশাল রূপ দিয়েছে। শেষমেশ তা থেমেছে ২০২ রানে। কাইল ভেরেইনার দারুণ এক সেঞ্চুরিতে ভর করেই এই পুঁজি পেয়েছে দলটা। দক্ষিণ আফ্রিকা শেষমেশ অলআউট হয়েছে ৩০৬ রানে।
জবাবে বাংলাদেশ আজ দ্বিতীয় সেশনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে নামে। নেমেই দুই উইকেট খুইয়ে বসে। দুটো উইকেটই গেছে কাগিসো রাবাদার ঝুলিতে। প্রথমে তিনি সাদমান ইসলামকে বিদায় করেন ফরোয়ার্ড শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ক্যাচ তুলিয়ে। এর দুই বল পর, ভিয়ান মুলডারের হাতে ক্যাচ তুলে এই রাবাদাকেই উইকেট উপহার দিয়ে ফেরেন মুমিনুল।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ওপেনার মাহমুদুল হাসান জয় মিলে আর কোনো সমস্যা হতে দেননি। তবে মাথার ওপর এখনও ঝুলছে ১৮৩ রান। যা দলকে এখন ইনিংস ব্যবধানে হারের চোখরাঙানিও দিচ্ছে।