কত রানের লক্ষ্য দিলে জিতবে বাংলাদেশ, জানালেন হাসান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:১৪ পিএম | ২২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা আজ দুপুরে দলকে ইনিংস ব্যবধানে হারের চোখরাঙানিই দিচ্ছিল। দক্ষিণ আফ্রিকা ২০২ রানের লিড নিয়েছিল, প্রথম ইনিংসের মতো আবারও মুখ থুবড়ে পড়লে ইনিংস ব্যবধানে হারতে হতো।

৪ রানে ২ উইকেট খুইয়ে সে শঙ্কা আরও বাড়িয়েই দিয়েছিল দল। তবে মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে সে শঙ্কা কিছুটা হলেও কমিয়েছে।
এখনও বাংলাদেশ ১০১ রানে পিছিয়ে আছে। তবে এই টেস্টে যদি জিততেই হয়, তাহলে বড় ইনিংস চাই কাল সকালে। হাসান চাইলেন সেটাই। তিনি বলেন, ‘জয়-মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইন শা আল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।’

ব্যাটাররা যদি তার সে চাওয়া পূরণ করতে পারেন, তাহলে পরের ইনিংসে লিড পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে কত রান নিরাপদ হতে পারে? হাসান জানালেন, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইন শা আল্লাহ।’

তবে প্রথম ইনিংসের ব্যর্থতার পর সেটা কি আদৌ বিশ্বাস করেন হাসান? জবাবে তিনি জানালেন, তিনি আশাবাদীদের দলেরই একজন। বললেন, ‘৩ সেশন ব্যাট করতে পারলে ৪০০র কাছাকাছি যেতে পারব বলে আমি মনে করি, খুব সম্ভব।’

খেলার দুনিয়া | ফলো করুন :