ওমরজাইয়ের ব্যাটে চড়ে আফগানদের ২৪৪

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৯ পিএম | ১০ নভেম্বর, ২০২৩

শেষ ওভারে প্রয়োজন ছিল ৪ রান। সেঞ্চুরি থেকে ৪ রানের দূরত্বে ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি স্ট্রাইকে ছিলেন না, নাভিন উল হক তাকে স্ট্রাইক ফিরিয়ে দিলেন প্রথম বলেই। দ্বিতীয় বল থেকে একটা রান নিলেন, চতুর্থ বলে স্ট্রাইকে গেলেন আবার। কিন্তু পরের তিন বল থেকে রানই নিতে পারলেন না ওমরজাই। নিশ্চিত সেঞ্চুরি ভাবা হচ্ছিল যেখানে, সেখানে তিনি আউট হলেন সেঞ্চুরি থেকে তিন রান দূরে থেকে।

তবে তাতে অবশ্য খুব বেশি খেদ থাকার কথা নয় আফগান এই অলরাউন্ডারের। যে পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছেন, শেষতক টেনে নিয়ে গেছেন আফগানিস্তানকে, তাতে আফসোসের চেয়ে বেশি তৃপ্তিই থাকার কথা তার মনজুড়ে। তার ব্যাটে চড়েই তো আফগানরা শেষমেশ তুলেছে ২৪৪ রান। 

আফগানদের বিশ্বকাপটা প্রায় শেষই হয়ে গেছে গতকাল নিউজিল্যান্ড জিতে যাওয়ায়। নিজেদের শেষ ম্যাচে সুযোগ একটা ছিল তাদের। তবে সেটা করতে হলে দক্ষিণ আফ্রিকাকে তাদের হারাতে হতো প্রায় সাড়ে চারশো রানে! সেটা যে সম্ভব নয়, তা আর বলতে। 

ম্যাচে আফগানিস্তান শুরু থেকেই ধুঁকছিল। পাওয়ারপ্লেতে নেই তিন উইকেট। ৩০ ওভার হতে হতে উইকেট নেই হয়ে গেল ছয়টা, রান পেরোলো না ১২০ও।

আজমতউল্লাহর লড়াইয়ের শুরু সেখান থেকেই। শুরুতে রশিদ খানকে সঙ্গে নিয়ে লড়লেন কিছুক্ষণ। রশিদের বিদায়ের পর তার সঙ্গী হলেন নুর আহমেদ। দুই জুটিতে উঠল ৪৪ করে রান। শেষমেশ আজমত সেঞ্চুরিটা পাননি ঠিক, কিন্তু আফগানিস্তান কিন্তু ঠিকই পেয়ে গেছে লড়াইয়ের পুঁজি।

খেলার দুনিয়া | ফলো করুন :