সেঞ্চুরি হলো না মিরাজের, বাংলাদেশের পুঁজি ১০৫ রান
নতুন বলের ঝাপটা সামলাতে পারল না বাংলাদেশ। কাগিসো রাবাদা আর ভিয়ান মুলডারের বোলিংয়ের সামনে ৫ ওভারেই ৩ উইকেট খুইয়ে বসল স্বাগতিকরা। অলআউট হওয়ার আগে বাংলাদেশ রান তুলল ৩০৭। তাতে দলের পুঁজিটা শেষমেশ দাঁড়াল ১০৫ রানের। জিততে হলে দক্ষিণ আফ্রিকার চাই ১০৬।
আজ দিনের শুরুতেই নতুন বল হাতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নতুন সে বলে তাদের বল করতে হয়েছে মোটে ৫ ওভার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদার তৃতীয় বলে আউট হন নাঈম হাসান। বাংলাদেশ তাদের ৮ম উইকেট হারায় ২৮৪ রানে।
এরপর মিরাজের ব্যাটে চড়ে তিন অঙ্কের লিড নেয় বাংলাদেশ। তিনি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে শেষমেশ তা আর পারেননি। আউট হন ৯৭ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৩০৭ রানে। তাতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। চতুর্থ দিনে বাংলাদেশের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তিনি। বাকি উইকেটটি নেন ভিয়ান মুলডার। এ ছাড়া এই ইনিংসে কেশব মহারাজের শিকার ছিল তিনটি।