শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি

শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি

দুঃসময় চারপাশ থেকে ঘিরে ধরেছে শ্রীলঙ্কান ক্রিকেটকে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে শুক্রবারই দেশে ফিরেছে শ্রীলঙ্কান দল। সেদিনই তাদের দুঃসংবাদ শোনাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ক্রিকেট বোর্ডের পরিচালনায় সরকারের হস্তক্ষেপের কারণেই তাদের নিষিদ্ধ করেছে আইসিসি।

শুক্রবার এক বিবৃতিতে সেই খবর শ্রীলঙ্কাকে এই দুঃসংবাদ দিয়েছে আইসিসি। এই নির্বাসন প্রত্যাহার না হলে আইসিসির আর কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না শ্রীলঙ্কা। বলা দরকার ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা। এই আয়োজন নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা!

আইসিসি জানিয়েছে, শুক্রবার এই ইস্যু নিয়ে বৈঠকে বসেছিল তাদের বোর্ড। সেখানেই তারা সিদ্ধান্ত আসেন-সদস্যদেশ হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ম ভেঙেছে। আইসিসির সদস্য হিসাবে তাদের ক্রিকেট বোর্ড স্বাধীন সংস্থা হিসাবে কাজ করতে পারছে না। সরকারি হস্তক্ষেপের কারণেই এবার কঠিিশিাস্তির পথে হাঁটল আইসিসি।

২১ নভেম্বর ফের আইসিসির বৈঠক সভা। সেখানে পুরো বিষয়টি ফের পর্যালোচনা করা হবে।

বলা দরকার-বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩০২ রানে হারের পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দেয় দেশটির সরকার। অন্তর্বর্তী বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে। যদিও তার ২৪ ঘণ্টা পরই আগের বোর্ডকে দায়িত্বে ফিরিয়ে আনে লঙ্কান আদালত। আদালতের নির্দেশের পর বোর্ডের বাকি কর্তারা নিজেদের দায়িত্ব বুঝে নেন। তারপরও এই শাস্তি পেতে হলো তাদের! নিষেধাজ্ঞার শর্তগুলো নিয়ে যথাসময়ে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেবে।

 

সম্পর্কিত খবর