অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন নাজমুল হোসেন শান্ত
নিজের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব করতে আর রাজি নন তিনি। দায়িত্ব ছেড়ে দেওয়ার নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবিকে।
অপেক্ষায় রয়েছেন বিসিবি থেকে কি সিদ্ধান্ত আসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টেও অধিনায়কত্ব করতে চাইছেন না তিনি।
চলতি বছরের শুরুতে তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ। তার অধিনায়কত্বে দলের পারফর্ম্যান্স ভালো-মন্দের মাঝামাঝি গেলেও দলের ব্যাটার হিসেবে নাজমুলের পারফরমেন্স ভীষণ দুর্বল।
বিশেষ করে টেস্ট ম্যাচে পেছনের ৮ টেস্টে তার মাত্র একটি হাফসেঞ্চুরি রয়েছে। দলের প্রধান ব্যাটসম্যান হিসেবে তিনি খুবই বাজে ফর্মে রয়েছেন। অধিনায়কত্বের চাপ ব্যাটে সামাল দিতে পারছেন না নাজমুল।
বিষয়টা জানিয়েছে ক্রিকবাজ। বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র ওয়েবসাইটটিকে জানিয়েছে, 'হ্যাঁ, সে আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলের নেতৃত্ব দিতে চায় না।'
এরপর অধিনায়ক শান্তও বিষয়টা জানিয়েছেন ক্রিকবাজকে। বলেছেন, 'দেখি কী হয়। কারণ আমি এখনও বিসিবি সভাপতির কথা শোনার অপেক্ষায় আছি।'