জমজ সন্তানের বাবা হলেন আফিফ
আফিফ হোসেন ধ্রুব সুখবর পেয়েছেন আজ। কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি, তাও আবার জমজ কন্যা সন্তান! আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ভক্তদের জানিয়েছেন আফিফ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা দুটি সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে।’
‘আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
চলতি বছর আফিফ বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারেননি। সবশেষ গেল বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সিরিজে খেলেছিলেন তিনি। এরপর থেকে পারফরম্যান্সের কারণে মাঠের বাইরে আছেন তিনি।