টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে তো ভারত?
নিউজিল্যান্ডের কাছে ১১৩ রানে হেরে ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খুইয়েছে ভারত। তাতে দলটার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনাতেও আঁচ লেগেছে বেশ।
সিরিজ শুরুর আগে ভারতের পয়েন্টের হার ছিল ৭৪ শতাংশ থেকে একটু বেশি। তবে টানা দুই হারে তা নেমে এসেছে ৬২.৮২ শতাংশে। রোহিত শর্মার দল অবশ্য এখনও শীর্ষে আছে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়াও অবশ্য খুব বেশি পিছিয়ে নেই, তাদের পয়েন্টের হার ৬২.৫০ শতাংশ।
ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা এখনও নিজেদের হাতেই আছে। দলটা তাদের পরবর্তী টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবে, ১ নভেম্বর ম্যাচটা শুরু হবে মুম্বাইতে। চলতি চক্রে তাদের বাকি পাঁচটি টেস্ট বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হবে। চলতি বছর ২২ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ।
এখন পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া এগিয়ে আছে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। এছাড়াও নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাও ভালোভাবেই আছে এই দৌড়ে।
কোনো হিসেব ছাড়াই ফাইনালে যেতে হলে একটি ড্র, সঙ্গে আরও পাঁচটি জয় তুলে নিতে হবে ভারতকে। তাহলে তাদের পয়েন্ট জেতার হার দাঁড়াবে ৭১.০৫ শতাংশ, সবকটি ম্যাচে জিততে পারলে রোহিত শর্মার দলের হার ৭৪.৫৬ শতাংশ হবে।
তবে এ ছাড়াও ভারত ফাইনালে যেতে পারে। তবে সেজন্যে অন্যের ফলাফলের ওপর নির্ভর করতে হবে রোহিতদের।