শেষ আটে নিজেদের থিতু করার লড়াইয়ে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:২১ এএম | ১১ নভেম্বর, ২০২৩

নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের বিপক্ষে হতাশাজনক হার। শেষ চারের স্বপ্ন যে শেষ হয়েছিল ওখানেই। লড়াইটা এখন চার দুইয়ে আটের। নিজেদের সেরা আটে বেঁধে রাখার।

আসরের শুরুটা হয়েছিল বেশ আশাজাগানিয়া। তবে একের পর এক হারে তা শেষ হয়েছে পুরোটাই। বিশ্বকাপের এবারের আসর শেষ হতে এখনও বাকি আট দিন। তবে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আজ নামছে মাঠে। এই ম্যাচ দিয়ে চুক্তি শেষ হচ্ছে চলমান কোচিং প্যানেলের একটি বড় অংশের। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছে চুক্তি শেষ হলে তিনি আর তা বাড়াবেন না। অন্যদিকে দলে অ্যানালিস্ট শ্রীনিবাসও ঘোষণা দিয়েছেন সরে দাঁড়ানোর।

চোটের কারণে নিজেদের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে থাকছেন না দলে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

অজিদের জন্য এই ম্যাচ কেবলই নিয়মরক্ষার। আসরের শুরুতে টানা দুই ম্যাচ হেরে শঙ্কা জেগেছিল শেষ চারে পৌঁছানো নিয়ে। তবে সেখান থেকে টানা ছয় ম্যাচ জিতে শেষ চারে নিজেদের জায়গা দখলে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

পুনেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

খেলার দুনিয়া | ফলো করুন :