শেষ ৩০ মিনিট ভুলে যেতে চায় রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি তার দলের ৪-০ গোলে বার্সেলোনার কাছে লা লিগার এল ক্লাসিকোতে হারের পর সুযোগ মিস করার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবে ফলাফলের পরও তিনি হতাশ হতে রাজি নন।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্রথম গোলটা হওয়া পর্যন্ত ম্যাচটা সমান ছিল। আমরা প্রথমার্ধে সুযোগ পেয়েছিলাম। তবে আমরা আরও নিখুঁত হতে হতো। এরপর তারা দুটি গোল করল, যা আমাদের পিছিয়ে দিল। সেখান থেকে অন্যরকম খেলা শুরু হলো।’
গত রাতে ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ আধিপত্য বিস্তার করে খেলেছে। বলের দখল তাদেরই বেশি ছিল। কিলিয়ান এমবাপে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর রবার্ট লেভান্ডভস্কির ১৫০ সেকেন্ডের এদিক ওদিকে করা জোড়া গোল ম্যাচের দৃশ্য বদলে দেয়। লামিন ইয়ামাল আর রাফিনিয়ার গোলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
ম্যাচের ফলাফল নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা আঘাত পেয়েছি, এটা কঠিন সময়, তবে সমর্থনের জন্য আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের সবকিছু ছুঁড়ে ফেলার প্রয়োজন নেই। কারণ আসলে কিছুই ছুঁড়ে ফেলার মতো নেই।’
‘শেষ ৩০টা মিনিট ভুলে যেতে হবে আমাদের। মৌসুম অনেক লম্বা, আমরা হাল ছাড়তে পারি না। আমাদের শিক্ষা নিতে হবে এবং লড়াইয়ে ফিরে আসতে হবে। আমাদের দল আরও ভালো করতে পারে, আমরা তা পারবো।’
আনচেলত্তি বলেন যে তিনি মনে করেন রিয়াল মাদ্রিদ আরও ভালো কিছু প্রাপ্য ছিল এবং এই ফলাফল পুরো ম্যাচের সত্যিকার চিত্র তুলে ধরে না, তবে অনেক সুযোগ নষ্ট করার জন্য তাদের মূল্য দিতে হয়েছে।
‘ফলাফল মাঠে যা ঘটেছিল তা প্রতিফলিত করে না। আমরা এগিয়ে যেতে পারিনি এবং তারাই সুযোগটি নিয়ে এগিয়ে গেল। প্রথম গোলের আগ পর্যন্ত খেলা সমান ছিল এবং আমাদের আরও বেশি সুযোগ ছিল।’
এই ম্যাচে উঁচু রক্ষণরেখা দিয়ে বার্সেলোনা ভালোই বিপদে ফেলেছে রিয়ালকে। এমবাপে ৯ বার অফসাইডের ফাঁদে পড়েছেন যার ফলে। বিষয়টা নিয়ে হতাশা প্রকাশ করে আনচেলত্তি বলেন, ‘জানা ছিল যে বার্সা উঁচু রক্ষণরেখা ব্যবহার করে। আমরা তার খুব একটা সুবিধা নিতে পারিনি। (এমবাপে) সুযোগ পেয়েছিল এবং মাঝে মাঝে অফসাইড ছিল, তবে তিন বা চারটি সুযোগ ছিল যেখানে তার আরও নির্ভুল হওয়া উচিত ছিল।’
বার্সা এখন শীর্ষে ৩০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে, যা রিয়ালের চেয়ে ছয় পয়েন্ট বেশি। এই হারে রিয়ালের দীর্ঘ ১৩ মাসে গড়া ৪২ ম্যাচের অপরাজিত লা লিগা রেকর্ড ভেঙে গেল। রিয়াল মাদ্রিদ ২০১৭ ও ২০১৮ সালে বার্সেলোনার গড়া ৪৩ ম্যাচের রেকর্ডের চেয়ে মাত্র এক ম্যাচ দূরে ছিল।