ময়মনসিংহ টি-টেন ক্রিকেটে এবার শেষ আটের লড়াই

ময়মনসিংহ টি-টেন ক্রিকেটে এবার শেষ আটের লড়াই

গত ২১ অক্টোবর ২০২৪ থেকে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ১৬ দল নিয়ে শুরু হয় ময়মনসিংহ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে।

১৬দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে ৮টি দল শেষ আটে যায়গা পেয়েছে। আগামী ২৮ অক্টোবর ২০২৪ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ। এরপর সেমিফাইনাল পর্ব শেষ ফাইনাল অনুষ্ঠিত হবে ১ নভেম্বর ২০২৪ তারিখে।

ময়মনসিংহ টি-১০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে ইনায়েত লাইটিং এবং মিডিয়া পার্টানার হিসাবে রয়েছে স্পোর্টস বাংলা ডট নিউজ।

কোয়ার্টার ফাইনাল উঠলো যারা-
কেওয়াটখালি ভাইপার্স, ময়মনসিংহ মেভেরিকস, কৃষ্টপুর স্পোর্টিং ক্লাব, নওমহল বেস্ট ইলেভেল, হিমেল ফটোগ্রাফি: দ্যা ওল্ড ওয়ারিয়র্স, কৃষ্টপুর ফ্যালকন্স, ক্রিকেট স্টার প্লেয়ার, এমএআরকেএস স্পোর্টিং ক্লাব।

সম্পর্কিত খবর