'টিভিতে পরামর্শ দেওয়া অনেক সহজ'

'টিভিতে পরামর্শ দেওয়া অনেক সহজ'

বর্তমান সময়ে ক্রিকেট নিয়ে সমালোচনা, যার অপর নাম যেন পাকিস্তান। দল পারফর্ম না করলেই তাদের পড়তে হয় নানান সমালোচনার মুখে। যার এক বড় অংশের ভাগীদার তাদের সাবেক ক্রিকেটাররাই।

আসরের শুরুটা বেশ ছন্দের সঙ্গেই শুরু করেছিল বাবর আজমের দল। তবে মাঝে টানা চার ম্যাচ হেরে সেমির রাস্তা অনেকটাই দুরূহ করে ফেলে তারা। সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়ে আশা জাগলেও সেখালে জল ঢেলেছে কিউইরা, তাদের সর্বশেষ ম্যাচ জিতে। বাবরের এখান থেকে সেমিতে ওঠার সম্ভাবনা কেবলই কাগজে-কলমে।

বাবরের ব্যাট এই আসরে সেভাবে জ্বলে উঠেনি। একইসঙ্গে একাধিকবার প্রশ্ন উঠেছে তার ক্যাপ্টেন্সি নিয়েও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বাবর। সেমির রাস্তা অসম্ভব হলেও সেখানে এখনও আশা রাখছেন তিনি। অন্যদিকে সমালোচকদের উদ্দেশ্যে জানান, টিভিতে পরামর্শ দেওয়া অনেক সহজ কাজ। 

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে প্রশ্ন উঠেছিল, নিজের চলমান ফর্ম নিয়ে তিনি চাপে আছেন কি না। সেখানে বাবর বলেন, ‘বিশ্বকাপে যেভাবে পারফর্ম করা উচিত ছিল, আমি সেভাবে পারফর্ম করতে পারিনি। তাই সবাই বলছে আমি চাপের মধ্যে আছি। তবে আমি কোনো চাপের মধ্যে নেই।’

সমালোচনা নিয়ে এবার বেশ খানিকটাই চটেছেন তিনি। তার দেয়া উত্তর যেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উদ্দেশ্য করেই ছিল। ‘যদি আমাকে পরামর্শ দিতে হয়, সবার কাছে আমার নম্বর আছে। টিভিতে পরামর্শ দেওয়া সহজ। আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতে চান, তাহলে আমাকে মেসেজ করতে পারেন।’

প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বিবর্ণ এক বিশ্বকাপ যাত্রায় আগেই শেষ চারের সম্ভাবনা চলে গেছে বাটলারদের। বাবদের সামনেও এক কঠিন সমীকরণ। আগে ব্যাটিং করলে ইংল্যান্ডকে অন্তত ২৮৭ রানের ব্যবধানে হারাতে হবে। তবেই নেট রান রেটের মারপ্যাঁচ এড়িয়ে শেষ চারে পৌঁছাবে পাকিস্তান।

সম্পর্কিত খবর