অধিনায়কত্ব এখন যেন খেলায় পরিণত: বুলবুল

অধিনায়কত্ব এখন যেন খেলায় পরিণত: বুলবুল

হঠাৎ করেই নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাতেই রীতিমতো উত্তাল বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারাও দুশ্চিন্তায় পড়ে গেছেন। সিরিজের মাঝ পথে শান্তর এমন ঘোষণা দলেও প্রভাব পড়ছে কীনা এনিয়েও হচ্ছে। অবশ্য বাংলাদেশ ক্রিকেটে এমনটা নতুন নয়। সিরিজ কিংবা বিশ্বকাপ চলার সময় মাঠের বাইরের নানা ঘটনায় পরিবেশটা ক্রিকেটাররাই অন্যরকম করে দেন।

এই ব্যাপারটি নিয়েই এবার প্রশ্ন তুললেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রাক্তন এই অধিনায়ক মনে করেন, জাতীয় দলের অধিনায়কত্ব এখন অনেকটা খেলায় পরিণত হয়ে গেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মনে করেন এটা দুঃখজনক একটা ব্যাপার।

এনিয়ে আমিনুল ইসলাম বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে সোমবার লিখলেন, ‘খুবই দুঃখজনক যে সিরিজের সময় ক্রিকেটের বাইরে অন্য বিষয়গুলোতে সবার মনোযোগ চলে যায়, বিশেষ করে দলের অধিনায়ককে ঘিরে। জাতীয় দলের অধিনায়কত্ব এখন অনেকটা খেলায় পরিণত হয়ে গেছে। এর যথাযথ মূল্য আমরা দিচ্ছি না।’

সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল আরও যোগ করলেন, ‘একটা সিরিজের আগে আমাদের কত কিছু বিশ্লেষণ করতে হয়, যেমন - Opponent analysis • Team composition • Tactical requirements • Strategic priorities • Individual and team performance। এত কিছু মাথায় রেখে বাইরের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া কি করে সম্ভব? বোর্ডের দায়িত্ব অধিনায়ককে ফোকাসে রাখতে এবং দলকে খেলায় মনোযোগী হতে সহায়তা করা। এই বিষয়গুলিতে সঠিক মনোযোগ না দিলে ধারাবাহিক পারফরম্যান্স সম্ভব নয়।’

সঙ্গে একটা আক্ষেপও থাকল কিংবদন্তি এই ক্রিকেটারের। যিনি এখন আইসিসির সঙ্গে কাজ করছেন। বুলবুল তার স্ট্যাটাসে আরও লিখলেন, ‘ইদানীং ক্রিকেট নিয়ে বিস্তারিত বিশ্লেষণও চোখে পড়ে না-যেমন একটি ইনিংস তৈরি, দুর্দান্ত বোলিং স্পেল, ফরওয়ার্ড শর্টলেগে চমৎকার ক্যাচ, কিংবা সময়মতো বোলিং পরিবর্তন। এ ধরনের আলোচনা যেন হারিয়েই গেছে।’

সম্পর্কিত খবর