ডি জর্জির সেঞ্চুরি, বাংলাদেশের হতাশার সেশন

ডি জর্জির সেঞ্চুরি, বাংলাদেশের হতাশার সেশন

সাগরিকার সকালে তাও না হয় বাংলাদেশের কিছু একটা ‘অর্জন’ ছিল। দুপুর গড়াতে সেটাও নেই হয়ে গেল। দ্বিতীয় সেশনে একটা উইকেটও হাতে এল না স্বাগতিকদের। সফরকারীরা এই সময় দুশো রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। সেশন শেষ করেছে ২০৫ রান তুলে, উইকেট ওই একটাই।

এই সেশনে দক্ষিণ আফ্রিকার অর্জন আছে অনেক কিছু। তার সিংহভাগ পেয়েছেন টনি ডি জর্জিই। একের পর এক ‘জীবন’ পেয়েছেন। এরপর তিনি তা কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে।

চট্টগ্রাম টেস্টের শুরুর দিনে দ্বিতীয় সেশনের হাইলাইটস এই জর্জির ইনিংসই। প্রথম সেশনে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল অঙ্কন তার ক্যাচ ফেলেছিলেন, তিনি যখন ছিলেন ৬ রানে। এরপর তিনি প্রথম সেশন শেষ করেছিলেন ৪৯ রানে।

দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি ফিফটির দেখা পেয়ে গেছেন। এরপর আরও একবার জীবন পেয়েছেন তিনি। বাংলাদেশ দ্বিতীয় সেশনের শুরুটা বেশ ভালো করেছিল, উইকেটের দেখা না পেলেও প্রথম ১২ ওভারে বাউন্ডারি হজম করেনি একটাও। 

এই চাপ থেকেই হয়তো, সেশনের ১৩তম আর ইনিংসের ৪১তম ওভারে একটা সুযোগ এল। ওই হাসান মাহমুদের বলেই ডি জর্জির ব্যাটের কানায় লেগে বল চলে গেল প্রথম স্লিপে। তবে সাদমান ইসলাম তা তালুবন্দি করতে পারেননি। আরও একটা সুযোগ বাংলাদেশের হাত গোলে বেরিয়ে যায়।

ওদিকে ট্রিস্টান স্টাবসও ভালো শুরুটাকে রূপ দিয়েছেন ফিফটিতে। তিনিও নিশ্চয়ই একে তিন অঙ্কে রূপ দিতেই চাইবেন!

সম্পর্কিত খবর