শেষ টেস্টেও নেই উইলিয়ামসন

শেষ টেস্টেও নেই উইলিয়ামসন

ভারতে ইতিহাস গড়ে ফেলেছে নিউজিল্যান্ড। তবে চোটের কারণে তাতে অংশ নিতে পারেননি কেন উইলিয়ামসন। সেই তিনি চলমান সিরিজের শেষ টেস্টেও খেলতে পারছেন না। আসন্ন ইংল্যান্ড সিরিজে তাকে ফিট পেতে এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

কোচ গ্যারি স্টিড এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘কেনের পুনর্বাসন ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু সে এখনই বিমানে চড়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা মনে করি সবচেয়ে ভালো কাজ হবে তাকে নিউজিল্যান্ডে রেখে পুনর্বাসনের শেষ পর্যায়ে মনোযোগ দিতে দেওয়া। যাতে সে ইংল্যান্ড সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে। ইংল্যান্ড সিরিজ এখনও এক মাস বাকি, তাই এখন সতর্কতা অবলম্বন করলে সে ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের জন্য প্রস্তুত থাকবে।’
উইলিয়ামসন গত মাসে শ্রীলঙ্কা সফরের সময় এই কুঁচকির চোটে পড়েন। ভারত সিরিজের আগে পাওয়া এই চোটের কারণেই তিনি ভারত সফরে আসতে পারেননি।

তিনি না থাকলেও তার দল নিউজিল্যান্ড ঠিকই ইতিহাস গড়েছে। বেঙ্গালুরু এবং পুনেতে প্রথম দুটি টেস্ট জিতে ভারতের মাটিতে তাদের প্রথম টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে, যা আবার ভারতের জন্য ২০১২ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হার।

এবার নিউজিল্যান্ডের সামনে নতুন ইতিহাস দাঁড়িয়ে। ভারতকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার হাতছানি তাদের সামনে। মুম্বাইয়ে তৃতীয় টেস্টটা শুরু হবে ১ নভেম্বর।

সম্পর্কিত খবর