বিরল রেকর্ডের দুয়ারে তাইজুল
চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ আছে ব্যাকফুটে। তবে এই পরিস্থিতিতেও তাইজুল ইসলাম গতকাল ছিলেন বাংলাদেশের সেরা বোলার, আজও তাই।
সকালে তিনি তিন ওভারে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা ইনিংসে ছোট্ট একটা ধস নামিয়েছেন। তাতে তাইজুল বিরল এক রেকর্ডের কাছেই চলে এসেছেন।
প্রথম এক ঘণ্টায় বাংলাদেশ উইকেটের দেখা পায়নি তাই। শেষমেশ সে সাফল্যটা এল তাইজুল ইসলামের হাত ধরে। তার বলে বোল্ড হন ৫৯ রান করা ডেভিড বেডিংহ্যাম।
গতকাল বিকেল থেকেই তিনি ছিলেন মারমুখি মেজাজে। আজ সকালেও তা বদলায়নি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তিনি তুলে নেন আজ সকালে। তিনি যে উইকেটটা খোয়ালেন, সেটাও তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেই।
তাইজুল এরপর ডি জর্জিকেও ফিরিয়েছেন। তাইজুলকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ডি জর্জি। তার ইনিংস শেষ হয় ১৭৭ রানে।
আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে এরপর ফেরান তাইজুল, তিনিও এলবিডব্লিউর ফাঁদেই পড়লেন। ফিরলেন রানের খাতা খোলার আগে। ডি জর্জির মতো তিনিও রিভিউ করেন আম্পায়ারের সিদ্ধান্ত। তাতে সফল হননি কেউই, উল্টো রিভিউ গচ্চা যায় দক্ষিণ আফ্রিকার।
এর আগে গতকাল দুই উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। দিনের শুরুতে এইডেন মার্করাম আর দিনের শেষে ট্রিস্টান স্টাবসকে ফিরিয়েছিলেন তিনি। তার সঙ্গে আজকের তিন উইকেট তাকে এনে দিয়েছে ক্যারিয়ারের ১৪তম ফাইফার।
পুরো ইনিংসে বাংলাদেশের সাফল্যও এই পাঁচটি উইকেটই। এরই ফলে মূলত তাইজুল আশা জাগাচ্ছেন বিরল এক রেকর্ডের। এক ইনিংসে ১০ উইকেটের রেকর্ডের।
টেস্ট ইতিহাসে দ্য পারফেক্ট টেনের কীর্তি আছে তিনটি। ১৯৫৪ সালে জিম লেকার, ১৯৯৯ সালে অনিল কুম্বলে, আর ২০২১ সালে এজাজ পাটেল গড়েছিলেন এই কীর্তি। তাইজুল কি পারবেন এই ক্লাবের সদস্য হতে?