তাইজুলের তোপ সামলে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

তাইজুলের তোপ সামলে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত বেশিরভাগ সাফল্য এসেছে তাইজুল ইসলামের হাত ধরে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিনি ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন, ৩ ওভারে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে তা ভালোভাবেই সামলেছেন প্রোটিয়াদের দুই লোয়ার-মিডল অর্ডার ব্যাটার।

ভিয়ান মুলডার আর সেনুরান মুথুসামির ব্যাট এখন বাড়তি যন্ত্রণা দিচ্ছে বাংলাদেশকে। দুজনের সপ্তম উইকেট জুটিতে ইতোমধ্যে উঠে গেছে ১০০ রান। দক্ষিণ আফ্রিকা চা বিরতিতে গেছে ৫২৭ রান নিয়ে।

প্রথম সেশন শেষে সফরকারীরা ছিল ৪১৩ রান নিয়ে। লাঞ্চের পরপর নাহিদ রানা পান নিজের প্রথম উইকেট। শিকার করেন রিকলটনকে। তবে এরপর ভিয়ান মুলডার আর মুথুসামির জুটি দেয়াল তুলে দাঁড়ায়।

চা বিরতিতে যাওয়ার আগে দুজন সপ্তম উইকেটে তুলে ফেলেন ১০৪ রান। ১১৫ বলে ৭৮ রান করে মুলডার ও ৫৪ বলে ৪৭ রান করে মুথুসামি অপরাজিত আছেন।

সম্পর্কিত খবর