৫৭৫ তুলে থামল দক্ষিণ আফ্রিকা
প্রায় দুই দিন ব্যাট করে অবশেষে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস ঘোষণার আগে ১৪৪.২ ওভার খেলেছে দলটা। স্কোরবোর্ডে তুলেছে ৫৭৫ রান, উইকেট খুইয়েছে মোটে ৬টি। দলটার হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনজন। ট্রিস্টান স্টাবস, টনি ডি জর্জির পর এবার অভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন ভিয়ান মুলডারও। তার সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা।
তাইজুল ইসলামের ফাইফার প্রথম সেশনেই হয়ে গিয়েছিল। দ্বিতীয় সেশনে নাহিদ রানা ফিরিয়েছিলেন রায়ান রিকলটনকে। এরপর আর উইকেট খোয়ায়নি দক্ষিণ আফ্রিকা।
মুলডারের সঙ্গে সেনুরান মুথুসামি মিলে চা বিরতিতে নিয়ে যান দলকে। এরপর দুজনে অবিচ্ছিন্ন ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। মুলডার ১৫০ বলে ১০৩ আর সেনুরান মুথুসামি ৭৫ বলে ৭০ রান নিয়ে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।
মুলডারের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকা। শেষমেশ তিনি সেটা তুলে নিলে সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেন মার্করাম। তাদের সপ্তম উইকেট জুটিটা ৩১ ওভারে তোলে ১৫৪ রান।