আরও ৪ উইকেট খুইয়ে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ
আগের দিনই ৪ উইকেট ‘নেই’ হয়ে গিয়েছিল। ফলো অনে পড়ার শঙ্কাটা তখনই বেশ করে ছিল। আজ শুরুর এক ঘণ্টায় বাংলাদেশ খুইয়ে বসল ৪ উইকেট। তাতে ফলো অনের সে শঙ্কাটা আজ সকালে আরও বাড়ল বৈকি!
আজ দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত ফেরেন কাগিসো রাবাদার বলে। ফেরার আগে ১৭ বলে তিনি করেন ৯ রান।
এরপর মুশফিকুর রহিম ফেরেন রানের খাতা খোলার আগেই। তিনি শিকার বনেন প্যাটারসনের, ক্যাচ দেন টনি ডি জর্জির হারে।
মেহেদি হাসান মিরাজ অবশ্য খাতা খুলেছিলেন। তবে বেশি এগোতে পারেননি, ১ রানে বিদায় নিয়েছেন রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
এরপর অভিষিক্ত মাহিদুল অঙ্কন শিকার বনেন রাবাদার। তার বলে এলবিডব্লিউ হয়ে তিনি ফেরেন শূন্য রানে। বাংলাদেশ ৪৮ রানে খুইয়ে বসে ৮ উইকেট।