সাফজয়ীদের জন্য পুরস্কারের ঘোষণা কবে দেবে বাফুফে?
টানা দ্বিতীয় বারের মতো সাফ জিতেছে বাংলাদেশ, খবরটা পুরোনো হয়ে গেছে। গত বুধবার রাতে সাফ জয়ের পর সাবিনা খাতুনের দল বাংলাদেশে ফিরেছে, পেয়েছে ছাদখোলা বাসে গণঅভ্যর্থনা।
এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১ কোটি টাকা পুরস্কারের চেক তুলে দিয়েছেন ফুটবলারদের হাতে। বিসিবিও ঘোষণা দিয়েছে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের। এ সবকিছুই ঘটেছে শেষ দুই দিনে।
তবে এত কিছুর ভিড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো বোনাস বা পুরস্কারের ঘোষণা আসেনি সাফজয়ী নারী ফুটবলারদের জন্য। তবে বাফুফের নব নির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, শিগগিরই আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা।
বাফুফে ভবনে তিনি সাংবাদিকদের জানান এ কথা। তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়েছেন। আমরাও আমাদের পক্ষ থেকে নারী ফুটবল দলকে পুরস্কৃত করব।
কেমন পুরস্কার হতে পারে তা? সে বিষয়টা এখনও খোলাসা করে বলছেন না ইমরুল, ‘পুরস্কারের অংকটা এখনই আমি বলতে চাচ্ছি না। তবে এটা বলতে পারি আমরা আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাই দেব। মেয়েরা হতাশ হবে না।’
কবে আসতে পারে সে ঘোষণা, সে বিষয়েও একটা ইঙ্গিত দিয়ে রাখলেন বাফুফের নব নির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি। বললেন, ‘মাত্রই নতুন কমিটি দায়িত্বে এসেছে আগামী ৯ তারিখ আমাদের নির্বাহি কমিটির প্রথম সভা রয়েছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তখনই ঘোষণা দেওয়া হবে।’