সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
সাফজয়ী বাংলাদেশ দলকে আজ সংবর্ধনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বেলা ১১টায় এই সংবর্ধনা দেওয়া হয়।
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেছেন ২৩ জন ফুটবলার, ম্যানেজার মাহমুদা অনন্যা ও কোচ পিটার বাটলার। নেপালে সাফজয়ী বাংলাদেশ কন্টিনজেন্টের বাকি সদস্যরা– গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও ও মিডিয়া অফিসার যেতে পারেননি যমুনায়।
এছাড়া কোনো বাফুফে কর্তাও যাননি সে সংবর্ধনায়। সরকারের উপদেষ্টাদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– আসিফ মাহমুদ, সুপ্রদীপ চাকমা, বিধান চন্দ্র রায় এবং নূরজাহান বেগম।
এ সংবর্ধনার উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সাফল্যের জন্য আপনাদের জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়। আপনারা আমাদের সেই সাফল্য এনে দিয়েছেন।’
সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে সব নারী ফুটবলার তাদের সমস্যা, আশা আকাঙ্খা, বিভিন্ন প্রকার দাবি দাওয়া উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা বিজয়ী খেলোয়াড়দের দাবি মনোযোগ সহকারে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যাগুলি সমাধান করার প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টা প্রতিটি খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং দাবি আলাদা আলাদা কাগজে লিখে তার অফিসে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা যা চান, নির্দ্বিধায় লিখে দিন। আমরা আপনার চাহিদা পূরণের চেষ্টা করব। যেটা এখন সম্ভব, সেটাও করব।’
গত বুধবার বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো সাফ জয় করে। ফাইনালে তারা হারায় স্বাগতিক নেপালকে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে পায় ২-১ গোলের জয়।
এরপর চ্যাম্পিয়ন দল দেশে ফিরেই বিশাল অভ্যর্থনা পেয়েছে। ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে গেছে বাফুফে ভবনে। সেখানে তাদের জন্য অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর এবার প্রধান উপদেষ্টার সংবর্ধনাও পেল সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।