মেসি মায়ামিকে অপেক্ষায় রাখল আটলান্টা
হিসেবটা বেশ সহজ ছিল। আজ আটলান্টার মাঠে জয় তুলে নিতে পারলেই ইন্টার মায়ামি চলে যেত মেজর লিগ সকার কাপের সেমিফাইনালে। তা করার পথেও ছিল মায়ামি।
তবে শেষ মুহুর্তে গোল হজম করে দলটা ২-১ গোলে হেরে বসেছে আজ। আর তাতে দলটার অপেক্ষা বাড়ল আরেকটু। আগামী রোববার ঘরের মাঠের তৃতীয় লেগের ম্যাচে জিততেই হবে দলটাকে।
লিওনেল মেসি আগের ম্যাচে গোল পাননি। আজও পেলেন না। তবে দল শুরুর অর্ধে এগিয়ে থেকেই শেষ করেছিল।
তা সম্ভব হয় ৪০ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে। আটলান্টা পেনাল্টি অঞ্চল থেকে গোলরক্ষক ব্র্যাড গুজান বল ক্লিয়ার করেছিলেন। তবে তা গিয়ে পড়ে ফেদেরিকো রেদন্দোর পায়ে। তা তিনি বাড়ান মার্টিনেজের কাছে, তা থেকে আসে গোল।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া স্বাগতিক আটলান্টা সমতায় ফেরার লড়াই চালায় শেষ অর্ধে। ৫৮ মিনিটে তার ফল পায় দলটা। ডেরিক উইলিয়ামসের গোলে ম্যাচে ফেরায় সমতা।
এরপর দুই দলই জয়সূচক গোলের খোঁজে ছিল। যোগ করা সময়ে তাতে সফলতা পায় স্বাগতিক আটলান্টা। শানদে সিলভার গোলে ২-১ গোলের জয় নিয়ে বেস্ট অফ থ্রি সিরিজে ১-১ সমতা আনে দলটা।
আর তাতেই মায়ামির অপেক্ষা গিয়ে ঠেকেছে শেষ ম্যাচ পর্যন্ত। আগামী ১০ নভেম্বর সিরিজের শেষ ম্যাচে মায়ামির মাঠে খেলতে নামবে দুই দল। সেখানে যে জয় পাবে, সেই যাবে পরের রাউন্ডে।