ব্যাটিংই ভুলে গেছেন রোহিত-কোহলি!
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মা আর বিরাট কোহলির। দীর্ঘদিন ধরে বড় ইনিংস নেই ব্যাটে। ওয়াংখেড়েতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও রান পেলেন না দুজনের একজনও। আর তাতে ভারতও পড়ে গেছে বিপাকে, চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কা।
দুজনের আউট হওয়ার ধরনও শেষ কিছু দিন ধরে খুব চেনা। রোহিত শর্মা আরও একবার আউট হলেন পেসারের বলে। বিরাট কোহলি স্পিনারের শিকার।
মুম্বাই টেস্ট জিততে হলে ভারতের প্রয়োজন ছিল ১৪৭ রান। এমন লক্ষ্য সামনে নিয়ে ভারতকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব ছিল রোহিত শর্মার কাঁধে। তবে তিনি তা পালনে ব্যর্থ হলেন। ১১ বলে ১১ রান করেন তিনি। মেরেছেন ২টি চার। ম্যাট হেনরির বলে পুল মারতে গিয়ে মিড-অনে ধরা পড়েন রোহিত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রোহিতকে ফেরান হেনরি।
বাংলাদেশ সিরিজে রোহিত চার ইনিংসে করেছিলেন যথাক্রমে ৬, ৫, ২৩ ও ৮ রান। সেই রোহিত নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ। তার রান যথাক্রমে ২, ৫২, ০, ৮, ১৮ ও ১১।
এরপর ভারত চেয়ে ছিল বিরাট কোহলির ব্যাটের দিকে। তিনিও আবার স্পিনারদের সামলাতে গিয়ে নাজেহাল হচ্ছেন। এজাজ প্যাটেলের শিকার হয়ে ফিরলেন ৭ বলে ১ রান করে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোহলির রান ছিল যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। নিউজিল্যান্ড সিরিজে তার ইনিংসগুলো এমন– ০, ৭০, ১, ১৭, ৪ ও ১।
তাদের টানা ব্যর্থতায় ভারতও ভুগছে। এর আগে দুই টেস্টে হেরেছে দলটা। আজ ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭.১ ওভারে ২৯ রানে খুইয়ে বসেছে ৫ উইকেট।