সেমিফাইনাল থেকে বাদ বাংলাদেশ, ভিলেন সাইফউদ্দিন
পুরো টুর্নামেন্টে তিনি ছিলেন নায়ক, সেমিফাইনালে এসে তিনিই বনে গেলেন খলনায়ক। দলের পুঁজি ছিল কম, সেই মুহূর্তে ১২ বলে দিলেন ৪৪টি রান। আর তাতেই বাংলাদেশ হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরে। বাংলাদেশের দেওয়া ১০৪ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই পার করে ফেলে শ্রীলংকা।
শুরুতে ব্যাট করে বাংলাদেশের পক্ষে ফিফটি হাঁকাতে পারেননি কোনো ব্যাটার। ওপেনার জিসান আলম ১১ বলে ৫ ছক্কা ও ১ চারে করেন ৩৬ রান। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন করেন ৪ বলে ১৬ রান। অধিনায়ক সাইফুদ্দিন খেলেন ১২ বলে ২৩ রানের ইনিংস। ৬ বলে ১৮ রান আসে আবু হায়দার রনির ব্যাট থেকে। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ পুঁজি দাঁড় করায় ১০৩ রান।
জবাব দিতে নেমে লংকান ওপেনার সান্দুন উইরাক্কোদি ১৬ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫০ রান করে রিটায়র্ড হার্ট হন। আরেক ওপেনার লাকশান করেন ৬ বলে ২৪ রান। শেষ দিকে নিমেশ ভিমুকথির ৪ বলে ১২ রানের ইনিংস খেলে ১ বল আগে লংকানদের জয় নিশ্চিত করেন।
খেলার নিয়মানুসারে এক বোলার বল করতে পারেন ২ ওভার। টুর্নামেন্টের শুরু থেকে এই দায়িত্ব পালন করতেন সাইফউদ্দিন। শুরুর ওভারে ২৫ রান দিলেও তিনি পরের ওভারের জন্য বল হাতে নেন, এবং সে ওভার থেকে আসে ১৯ রান। বাংলাদেশের পুঁজি যেখানে ১০৩, সেখানে ১২ বল থেকে ৪৪ রান দিয়েই ম্যাচ থেকে দলকে ছিটকে দেন সাইফউদ্দিন।
তবু ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গেছে জিসান আলমের করা পঞ্চম ওভারের কারণে। সে ওভারে তিনি ৪ রান দেন, তুলে নেন ২ উইকেট। শেষ ওভারের পাঁচ বল থেকে আব্দুল্লাহ আল মামুন দেন ১৩ রান। এছাড়া সোহাগ গাজী ও আবু হায়দার রনি ১ ওভারে দিয়েছেন ২০ রান করে। আর তাতেই বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়। ফাইনালে চলে যায় শ্রীলঙ্কা।