ইউরোপে খেলার মতো ফুটবলার আছে বাংলাদেশের

ইউরোপে খেলার মতো ফুটবলার আছে বাংলাদেশের

সিনিয়র পর্যায়ে বাংলাদেশের ফুটবলে শেষ অনেক বছর ধরে সাফল্য স্রেফ নারী দলই এনে দিচ্ছে। ২০২২ সালের পর ২০২৪ সাফের শিরোপাও জিতেছে সাবিনা খাতুনের দল। এমন ধারাবাহিক পারফর্ম্যান্সের সুফল ফুটবলাররাও পেতে শুরু করছেন। ইউরোপের ক্লাব যোগাযোগ করেছে নারী ফুটবলারদের সঙ্গে, দেখিয়েছে তাদেরকে দলে ভেড়ানোর আগ্রহ।

সে বিষয়ে বাংলাদেশ কোচ পিটার বাটলারকে প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশের নারী ফুটবলের অঙ্গনে ইউরোপীয় একমাত্র তিনিই। তার হাত ধরে প্রস্তাব এলেও আসা সম্ভব। সে বিষয়ে অবশ্য বাংলাদেশের ইংলিশ কোচ মুখ খোলেননি। 

তবে এ কথাটি মেনে নিলেন যে, বাংলাদেশে ইউরোপে খেলার যোগ্য ফুটবলার আছেন। শুধু খেলারই নয়, সেখানে দারুণভাবে সফল হওয়ার সামর্থ্যও দলের খেলোয়াড়দের আছে। 

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, দলে এমন তরুণ খেলোয়াড় আছে, যারা সঠিক পরিচর্যা আর কোচিং পেলে ইউরোপে খেলতে পারবে। তারা সেখানে গিয়ে ভালো করবে বলে আমার বিশ্বাস।’

খেলোয়াড়দের সে প্রতিভা থাকলেও কিছু সমস্যার মুখে পড়তে হবে। তবে সেটাও সামলে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, ‘ফিজিক্যালিটি একটা সমস্যা হতে পারে। সঙ্গে মনোযোগ, দৃষ্টিভঙ্গি আর নিয়মানুবর্তিতা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।’

উত্তর মেসিডোনিয়ার একটি ক্লাব বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করেছে ইতোমধ্যেই। তাকে সহ বাংলাদেশের ৪ ফুটবলারকে চায় দলটা। এখন মেসিডোনিয়ান সে ক্লাব ভিসা প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছে।

তবে তাদের ছাড়াও বাংলাদেশ নারী ফুটবলের বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছেন কোচ বাটলার। সেজন্যে অবশ্য একটা শর্তও বেধে দিয়েছেন তিনি। বললেন, ‘বাংলাদেশের নারী ফুটবলে বিশাল সম্ভাবনা আছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সেটা করতে হলে সঠিক পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন করা দরকার।’

সম্পর্কিত খবর