তাইজুল-বিজয়দের ফেসবুক স্ট্যাটাস নিয়ে সতর্ক উত্তর জাকিরের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে ব্যর্থ একটা মিশন শেষে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। নিরপেক্ষ ভেন্যুটিতে লড়াই আফগানিস্তানের সঙ্গে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলতে শনিবার প্রথম ধাপে দেশ ছাড়ে দল। এবার দ্বিতীয় ধাপে আজ রোববার গেলেন বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা।
প্রধান কোচ ফিল সিমন্সসহ আরও কয়েকজন গেছেন আজ রোববার। ভিসা পেতে দেরি হওয়ায় নাসুম আহমেদ ও নাহিদ রানার যাবেন সোমবার।
আজ সন্ধ্যায় দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হলেন জাতীয় দলের ক্রিকেটার জাকির হাসান। আশাবাদী কথা শোনালেন এই ওপেনার, ‘আমার তো মনে হয় চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে ভালো একটি সিরিজ হবে বলেই আশা করছি।’
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর তিন ক্রিকেটার তাইজুল ইসলাম, মেহেদী হাসান, এনামুল হক বিজয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন রহস্যময় পোস্ট। অনেকের দাবি দলে সুযোগ না পেয়ে এমনটা করেছেন তারা। এনিয়ে জাকির সতর্ক থেকেই বলছিলেন, ‘যারা দলে আছেন তাদের নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই বলার নেই।’
একইসঙ্গে সিরিজে বাংলাদেশ কেমন করতে পারে তা নিয়েও কথা বলেন জাকির। কারণ প্রতিপক্ষ হিসেবে আফগানরা বেশ শক্তিশালী। যদিও এসব নিয়ে না ভেবে জাকির বলছিলেন, ‘দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব ওই শক্তি নিয়েই কাজ করবো।’
দলে ওপেনার এনামুল হক বিজয় থাকলে জাকির হয়তো সুযোগ পেতেন না। অবশ্য এসব প্রসঙ্গ আপাতত তার মাথায় নেই, ‘এটা নিয়ে প্রভাব পড়ার কিছু নেই। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় কে দলে থাকবে বা থাকবে না এটা বোর্ডের ব্যাপার। যে যার কাজটা নিয়ে ফোকাসে থাকলেই হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা আমাদের কিছু না। নির্বাচকরা আছেন, তাদের কাজ।’
আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৬ নভেম্বর। পরের দুটি ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর। তিনটি ম্যাচই হবে শারজায়।