ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান-দাবি ওয়াসিম আকরামের

ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান-দাবি ওয়াসিম আকরামের

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে এখন সমালোচনার তোপে ভারতীয় ক্রিকেট দল। দেশের মাঠে ভারত ধবলধোলাই? বিস্ময়কর তো বটেই। ০-৩ ব্যবধানে হার চাপে ফেলে দিয়েছে রোহিত শর্মাদের। সবশেষ হোয়াইটওয়াশ তারা হয়েছিল সেই ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারত টানা ১৮ টেস্ট সিরিজে না হারার রেকর্ডও গড়েছিল। তবে সে দম্ভ চূর্ণ হওয়ার পাশাপাশি ভারত এবার সিরিজটা শেষ করল হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে।

এনিয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আকরাম। ভারত দলকে তার দেশ পাকিস্তানও হারিয়ে দিতে পারে-বলে মন্তব্য করলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

স্পিন বল খেলার ব্যর্থতা চোখে পড়েছে ভারতের। আর এখন তো দারুণ খেলছেন পাকিস্তানের সাজিদ খান-নোমান আলির স্পিন জুটি। তারাই তো টেস্টে হারিয়ে দিল ইংল্যান্ডকে। এ কারণেই আত্মবিশ্বাস তুঙ্গে ওয়াসিম আকরামের। পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক বলছিলেন, ‘দেখুন, স্পিনের উইকেটে পাকিস্তান এখন ভারতকে হারিয়ে দিতে পারে। সদ্য ঘরের মাঠেই ওরা নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হেরেছে। স্পিন সামাল দিতে পারছে না ওরা।’

যদিও পাকিস্তান-ভারতের টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে। রাজনৈতিক বৈরিতার কারণে তাদের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি কিংবা এসিসির আয়োজনে দেখা হয় তাদের। বৈশ্বিক এমন আসরেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। কারণ ভারতীয় দল সরকারের অনুমতি পেলেই কেবল পাকিস্তান সফরে যাবে।

সেটি হবে কীনা সময়ই বলে দেবে। একইসঙ্গে টেস্ট ম্যাচ হবে কীনা ভারত-পাকিস্তানের সেটিও সময়ের হাতেই আছে। হলে দারুণ হবে বলে মনে করেন ওয়াসিম আকরাম, ‘সেটি হলে বিরাট ব্যাপার হবে। আমি মনে করি দুটো ক্রিকেটপ্রেমী দেশের মধ্যে ফের টেস্ট হলে, সেটা ক্রিকেটের জন্যও ভালো।’

সম্পর্কিত খবর