সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে
সাকিব আল হাসান ক্যারিয়ারের প্রায় ১৭ বছর পার করে দিয়েছেন। তবে পুরো ক্যারিয়ারে কখনও বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়েননি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে তার বোলিং নিয়ে এবার উঠল প্রশ্ন, জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।
৩৭ বছর বয়সী সাকিব গেল ভারত সিরিজের আগে সারের হয়ে একটি ম্যাচে খেলেছিলেন। সেখানে ম্যাচে একটা বলও অ্যাকশনের কারণে ‘নো’ ডাকা হয়নি। তবে ম্যাচ শেষে দুই আম্পায়ার নিজেদের সন্দেহের কথা জানিয়েছেন।
সারের হয়ে গেল সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে খেলেছিলেন সাকিব। তার ফলে ১৩ বছর পর আবারও কাউন্টিতে নামেন তিনি। এর আগে ২০১১ সালে উস্টারশায়ারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন তৎকালীন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সে ম্যাচে তিনি ৯ উইকেট তুলে নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। সাকুল্যে ৬৩ ওভার বল করেছিলেন তিনি। এর ঠিক পরে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে তার কম বল করা নিয়েও প্রশ্ন উঠেছিল বেশ। ‘চোট লুকিয়ে খেলছেন’ কি না, এমন গুঞ্জনও ছড়িয়েছিল তখন।
তবে ইংল্যান্ডের মাটিতে ওই ম্যাচে তার বোলিং দুই আম্পায়ার স্টিভ ওশ’নেসি ও ডেভিড মিলন্সের কাছে সন্দেহজনক ঠেকেছে। যার ফলে এখন তাকে যেতে হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরীক্ষার মধ্য দিয়ে।
ক্রিকইনফো জানাচ্ছে, অনুমোদিত একটা জায়গায় বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য সাকিবের আলাপ চলছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই সাকিবের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম সাকিবকে দিতে হচ্ছে এই পরীক্ষা। শেষ দুই দশকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৪৪৭ ম্যাচ, এ সময় তিনি তিন ফরম্যাটে নিয়েছেন ৭১২টি আন্তর্জাতিক উইকেট। যার মধ্যে ৭১ টেস্টে ২৪৬টি উইকেট তুলে নিয়েছেন তিনি।