নেইমার চোট পেলেন আবারও

নেইমার চোট পেলেন আবারও

নেইমার চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন এক বছর। তা কাটিয়ে গেল ২১ অক্টোবর তিনি মাঠে ফিরেছিলেন। চোট থেকে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই তিনি আবার চোট পেলেন। ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। 

শুরুর একাদশে খেলার সক্ষমতা এখনও তৈরি হয়নি, সে কারণে আল হিলাল কোচ তাকে মাঠে আনেন দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। তবে এরপরও তিনি ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি। তার আগেই পেশিতে টান পড়ায় খেলা ছেড়ে উঠে যেতে হয়েছে তাকে। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত রাতে ইস্তিগলালের মুখোমুখি হয়েছিল আল হিলাল। সে ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। মাঠে নেমে বেশ কয়েকবার নৈপুণ্য দেখিয়েছেন তিনি। 

গোলের সুযোগও পেয়েছিলেন। তবে সে পাসটা আয়ত্বে নিতে গিয়েই বাঁধল যত বিপত্তি। ডান পায়ের পেশিতে টান লাগে তার। একটু পরেই তাকে মাঠ ছেড়ে যেতে হয়।

গেল বছর ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোটে পড়েন তিনি। তা কাটিয়ে দীর্ঘ ১ বছর ৪ দিন পর আবারও মাঠে ফেরেন তিনি। 

এদিকে ব্রাজিলের জার্সি গায়ে চড়াতে তাকে অপেক্ষা করতে হবে আরও। নভেম্বরের উইন্ডোর জন্য ঘোষিত দলে তার জায়গা হয়নি। আগামী বছরের মার্চে ব্রাজিলের পরবর্তী ম্যাচ। সে উইন্ডোয় আর্জেন্টিনার বিপক্ষে তাদেরই মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে সেলেসাওদের। সে উইন্ডোতেই মাঠে ফিরবেন নেইমার, ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

সম্পর্কিত খবর