দলের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে কাবরেরাকে

দলের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে কাবরেরাকে

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। দুটো অনুশীলন সেশন ইতোমধ্যেই হয়ে গেছে। এরপর গতকাল বাংলাদেশ খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে। এই জয়ের পর কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে তৃপ্তির সুরই ঝরে পড়ল। 

ফর্টিসের বিপক্ষে বাংলাদেশের এই জয় এসেছে পিয়াস আহমেদ নোভার একমাত্র গোলে। তবে কোচ কাবরেরার কাছে এই জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল দলের সবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ। তা নিয়েই সন্তুষ্ট কোচ।  

বাংলাদেশ কোচের ভাষ্য, ‘মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আজ আমরা প্রথম অনুশীলন ম্যাচ খেলেছি। আশা করি, প্রীতি ম্যাচের আগে আমরা আরও একটি ম্যাচ খেলব। খেলার ফল খুবই ইতিবাচক ছিল। দলের সকলে খুবই ভালো পারফর্ম করেছে। এর আগে মাত্র দুটি ট্রেনিং সেশন ছিল। এরপরও তারা ভালো খেলেছে।’

দলের সবার পারফর্ম করতে মুখিয়ে থাকাও মুগ্ধ করেছে কাবরেরাকে, ‘মাঠে তাদের আগ্রাসী মনোভাব ছিল। বিল্ডআপ এবং অ্যাটাকেও তারা আজ ভালো করেছে। তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’ 

এই ম্যাচ আরও অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশ কোচের কাছে। তারই একটা হলো অনভিষিক্তদের সঙ্গে দলের বাকি সবার বোঝাপড়া হওয়া। কোচ কাবরেরার তৃপ্তির আরও একটা কারণ এটা। 

তিনি বলেন, ‘এখানে অনেক ফুটবলার রয়েছে যারা অভিষেকের অপেক্ষায় রয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়া ভালো হচ্ছে। এটা আসলে একটা পারফেক্ট অনুশীলন ম্যাচ ছিল। এবং আমরা এই ম্যাচ থেকে আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি।’

সম্পর্কিত খবর