একই রাতে হারল রিয়াল-সিটি

একই রাতে হারল রিয়াল-সিটি

গত রাতটা ছিল তিন কোচের জন্য বিশেষ কিছু। প্রথম দুজন হলেন কার্লো আনচেলত্তি ও জাবি আলনসো। দুজনেই তাদের সাবেক ক্লাব এসি মিলান ও লিভারপুলের মুখোমুখি হয়েছিলেন কোচ হিসেবে। এদিকে রুবেন আমোরিমের জন্যও ম্যাচটা বিশেষ, হবু ‘শত্রু’ ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা বলে কথা!

সে লড়াইগুলোয় আনচেলত্তি আর আলনসোর দল হেরেই বসল। রিয়াল মাদ্রিদেরটা অপ্রত্যাশিত বটে, নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবিউতে তারা হেরেছে এসি মিলানের কাছে ৩-১ গোলে। জাবি আলনসোর বেয়ার লেভারকুজেন ৪-০ গোলে হেরেছে লিভারপুলের কাছে। তবে একই রাতে রুবেন আমোরিমের স্পোর্টিং লিসবন ৪-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে।

নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ গতকাল শুরুতেই গোল হজম করে বসেছিল। ধারার বিপরীতে গোলটা করে বসেন মালিক থিয়াও। ২৩ মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। সে পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

তবে সে সমতা বেশিক্ষণ টেকেনি। ৩৯ মিনিটে আলভারো মোরাতার গোলে আবারও ২-১ গোলে এগিয়ে যায় সফরকারী মিলান। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ সমতা ফেরাবে কি, উল্টো গোলই হজম করে বসে। তিয়ানি রেইনডার্সের গোলে ৭৩ মিনিটে জয় নিশ্চিত হয়ে যায় মিলানের। ১০ দিনের এদিক ওদিকে এটি রিয়ালের দ্বিতীয় হার, আর মৌসুমে তৃতীয় হার তাদের। গেল মৌসুমে তারা দুটো ম্যাচ হেরেছিল মোটে, এবার দুই ম্যাচেই হারল টানা!

ওদিকে জাবি আলনসোর লেভারকুজেন অ্যানফিল্ডে দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধে কোনো গোল দেখেনি এই ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ঘড়িতে এক ঘণ্টা পেরোনোর পর লুইস ডিয়াজের গোলে ভাঙে দরজা, এরপর তিনি হ্যাটট্রিক করেন। একটি গোল করেন কোডি গ্যাকপো। তাতেই রিয়াল ম্যাচটা শেষ করে ৪-০ গোলে জিতে।

সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সিটির হার। তারা লিসবনের মাঠে ৪ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়েই গিয়েছিল। বিরতির একটু আগে ভিক্তর গয়োকেরেসের গোলে ম্যাচে সমতা ফেরে। তবে সিটি উড়েই যাবে রীতিমতো, তা তখনও ছিল কল্পনাতীত। বিরতির পর তাই সত্যি হলো। ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে এগিয়ে যায় স্বাগতিক লিসবন। এরপর গয়োকেরেস আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। আর তাতেই সিটির জালে ৪ গোল জড়িয়ে ম্যাচটা জেতে লিসবন।

সম্পর্কিত খবর