অভিজ্ঞ ও তারুণ্যে শক্তিমান আফগানিস্তান

অভিজ্ঞ ও তারুণ্যে শক্তিমান আফগানিস্তান

সাদিকুল্লাহ অটল, নুর আহমেদ ও বিলাল সামি। এই তিনটি নাম মনে রাখুন, সিরিজ শেষে কাজে লাগতে পারে! বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই তিন আফগানি প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন। তারা নতুন। তবে পারফর্ম্যান্সে বেশ পুরানো। নিজেদেরকে আফগানিস্তান দলে সেট করে নেওয়ার এই সুযোগটা কাজে লাগাতে দারুণ আত্মবিশ্বাসী নতুন এই তিন ক্রিকেটার।

ওপেনার সাদিকুল্লাহ অটল অবশ্য একেবারে নতুন নয়। আফগানিস্তানের হয়ে টি- টোয়েন্টি খেলেছেন তিনি। দলের তারকা ব্যাটার ইব্রাহিম জাদরান গোড়ালির ইনজুরিতে পড়ায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ মিস করছেন। তার জায়গায় দলে এসেছেন সাদিকুল্লাহ। 

এমার্জিং টিম এশিয়া কাপ টি- টোয়েন্টি টুর্নামেন্টে এমনই দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন সাদিকুল্লাহ যে তার জাতীয় দলে সুযোগটা পাওয়াটা প্রায় নিশ্চিত ছিল। সেই টুর্নামেটে সাদিকুল্লাহ তিন ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করেন। রান ছিল ৫২, ৯৫ অপরাজিত ও ৮৩। টি- টোয়েন্টির সেই অবিশ্বাস্য ফর্মই তাকে জাতীয় দলে সুযোগ এনে দিয়েছে। দারুণ মারকুটে ২৪ বছর বয়সী এই বাঁহাতি ওয়ানডে সিরিজে বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় রয়েছেন। 

আরেক অভিজ্ঞ অফস্পিনার মুজিব উর রহমানও বাংলাদেশ সিরিজে খেলছেন না। তারও সমস্যা সেই একই— ইনজুরি। ডানহাতের ইনজুরিতে তিনি সিরিজের বাইরে। তার জায়গায় এসেছেন বাঁহাতি রিস্ট স্পিনার নূর আহমেদ। নূর আহমেদ বাংলাদেশের বিরুদ্ধে খেলা বিশ্বকাপে সবশেষ টি- টোয়েন্টি দলে ছিলেন। ওয়ানডেতে এখনো তিনি বাংলাদেশের মুখোমুখি হননি। একাদশে সুযোগ পেলে এবারই তার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হবে। 

দারুণ ফর্মেও রয়েছেন নূর। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) সেইন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন। নিজের সেই ফর্মটাই এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রদর্শনের সুযোগ পাচ্ছেন তিনি।  

২০ বছর বয়সী ফাস্ট বোলার বিলাল সামিকেও এই সিরিজে দলে রেখেছে আফগানিস্তান। পেস বোলিংয়ের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতার বিষয়টি আফগানিস্তানের বেশ ভালোই জানা। বাঁহাতি পেসার ফজল হক ফারুকী এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভালো পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। সেই চিন্তা মাথায় রেখে ফারুকীর সঙ্গে এবার তরুণ বিলাল সামিকে দলে রেখেছে আফগানিস্তান। বিলাল সামি এমার্জিং টুর্নামেন্টে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে শর্টপিচ ডেলিভারিতে ছিলেন দারুণ কার্যকর। শারজার স্পিন উইকেটে তার কৌশল কতোটা কার্যকর হয় সেটাও অবশ্য দেখার বিষয়। 

এই সিরিজে ফিরেছেন রশিদ খান। এই মুহূর্তে বিশ্বের সেরা লেগস্পিনারের মর্যাদা আদায় করে নিয়েছেন আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ ও তারুণ্যেও সংমিশ্রনে আফগানিস্তানের দলটি বাংলাদেশের বিরুদ্ধেও চমক দেখাতে বদ্ধপরিকর। 

আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমত শাহ (সহ-অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আরিখিল ( উইকেটকিপার), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ অটল, দারউইস রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবুদ্দিন নাইব, রশিদ খান, নাঙ্গেল খারোটি, এএম গৎনফর, নূর আহমেদ, ফজলহক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

সম্পর্কিত খবর