টস হারল বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান

টস হারল বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণ পরই। এর আগে ম্যাচের টস হয়ে গেছে। 

টস ভাগ্যটাকে সঙ্গে পাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরেছেন তিনি। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

দীর্ঘ ৭ মাস পর বাংলাদেশ নামছে ওয়ানডে ক্রিকেটে। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আছেন ৩ পেসার ও দুই স্পিনার। চোটের কারণে লিটন দাস স্কোয়াডেই ছিলেন না, সাকিব আল হাসানও নেই। এদিকে নাহিদ রানা আর নাসুম আহমেদ স্কোয়াডে থাকলেও এই সিরিজের প্রথম ওয়ানডেতে নেই ভিসা সমস্যার কারণে।

সিরিজে আজকের ম্যাচ ছাড়াও অপেক্ষা করছে আরও দুই ম্যাচ। সেই দুই ম্যাচও আজকের ভেন্যু শারজাতেই হবে। আগামী ৯ ও ১১ নভেম্বর হবে দুই ম্যাচ। 

তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

সম্পর্কিত খবর