তাসকিনের পর মুস্তাফিজের আগুনে বোলিং, বাংলাদেশ উড়ছে
বাংলাদেশ ভাবতে পারে টস হেরে ভালোই হলো! বোলিংয়ে নেমে যে শুরুটা মন্দ হয়নি দলের! নিজেদের স্পেলের প্রথম ওভারেই যে সফলতার দেখা পেয়ে গেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
তাসকিন সফলতা পেয়েছেন ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে। তাকে একটু সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে বলের খানিকটা মুভমেন্টে বিভ্রান্ত হতে হয় তাকে।
বল লাগে তার ব্যাটের বাইরের কানায়। সে বল ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৭ রানে প্রথম উইকেট খুইয়ে বসে আফগানরা।
এরপর সেদিকউল্লাহ আতাল আর রহমত শাহ মিলে আফগানদের এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। তবে তাতে বাধা দিলেন মুস্তাফিজ। ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে তিনি ফেরালেন রহমত শাহকে। তিনিও গুরবাজের মতোই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
নিজের দ্বিতীয় ওভারেও সাফল্য পেয়েছেন মুস্তাফিজ। এলবিডব্লিউর শিকার বানিয়েছেন এমার্জিং এশিয়া কাপের সেরা খেলোয়াড় আতালকে। ৩৫ রানে ৩ উইকেট খুইয়ে বসে আফগানিস্তান।
মুস্তাফিজ সেখানেই থামেননি। এর এক বল পর আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে। পাওয়ারপ্লেতে ৪ উইকেট খুইয়ে আফগানিস্তান পড়ে যায় বড় বিপদে।