জোড়া উইকেটে আবারও চাপে আফগানিস্তান

জোড়া উইকেটে আবারও চাপে আফগানিস্তান

৭১ রানে ৫ উইকেট খুইয়ে আফগানিস্তান রীতিমতো ধুঁকছিল। তবে সেখান থেকে দলটাকে রক্ষা করেছেন হাশমতউল্লাহ শহিদি আর মোহাম্মদ নবি। যদিও ৩ ওভারের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ আবারও চাপে ফেলেছে দলটাকে। 

২০ ওভারের ভেতর ৫ উইকেট খুইয়ে স্বাগতিকরা যখন কোণঠাসা হয়ে পড়েছিল, ঠিক তখনই দেয়াল তুলে দাঁড়ান শহিদি আর নবি। দুজন মিলে দলের রানের চাকাটা কখনও থমকে যেতে দেননি। 

ষষ্ঠ উইকেটে দুজন মিলে যোগ করেছেন ১০৪ রান। এ রান তুলতে তারা ওভার খেলেছেন ২০.২ টি। রান তুলেছেন ওভারপ্রতি ৫এর চেয়ে কিছু বেশি করে।

এ জুটি আরও টিকে গেলে বাংলাদেশের বড় ক্ষতিই হয়ে যেত। তবে মুস্তাফিজুর রহমানের কল্যাণে তা হয়নি। সদ্য ফিফটি করা শহিদিকে বোল্ড করেন তিনি। আর তাতেই আফগান ইনিংসের সবচেয়ে বড় জুটিটা ভাঙে।

এর দুই ওভার বাদে শরিফুল ইসলাম আসেন দৃশ্যপটে। তার শর্ট বলে রশিদ খান ক্যাচ দেন শর্ট মিড উইকেটে দাঁড়ানো মুস্তাফিজুর রহমানকে। আর তাতেই আফগানিস্তান আবারও চাপে পড়ে যায় রীতিমতো। ১৮৯ রানে ৭ উইকেট খুইয়ে বসে দলটা। 

সম্পর্কিত খবর