লেভান্ডভস্কির জোড়া গোলে বার্সার ‘ছক্কা’

লেভান্ডভস্কির জোড়া গোলে বার্সার ‘ছক্কা’

বার্সেলোনার জয়রথ চলছেই। রবার্ট লেভান্ডভস্কির গোল উৎসব চলছেই। এবার তাদের স্টিম রোলারে পিষ্ট হলো রেড স্টার বেলগ্রেড। বার্সা তাদেরই মাঠ থেকে ৫-২ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে গত রাতে। 

লা লিগার শীর্ষে থাকা দলটা শেষ কিছু দিন ধরে আছে দারুণ ফর্মে। ৬ ম্যাচে করেছে ২৪ গোল। শেষ কিছু দিনে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মতো দলকেও। গত রাতে বেলগ্রেডের বিপক্ষেও তেমন কিছু করবে বার্সা, মনে করা হচ্ছিল তাই। বার্সেলোনা সেটা করে দেখাল। তাতে টানা ষষ্ঠ জয় তুলে নিল দলটা। 

নিজেদের সবশেষ ম্যাচ থেকে কোচ হানসি ফ্লিক দুটো পরিবর্তন এনেছিলেন দলে। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ং গত রাতে এসেছেন শুরুর একাদশে। 

স্বাগতিকদের বিরুদ্ধে গোল করতে বার্সা সময় নিয়েছে ১৩ মিনিট। ইনিগো মার্তিনেজ রাফিনিয়ার ফ্রি কিক থেকে দারুণ এক হেডারে গোল করেন। কিছুক্ষণ পরেই সিলাসের গোলে সমতা ফেরায় বেলগ্রেড। 

বার্সেলোনা তাদের স্নায়ু ধরে রেখে চড়াও হয় স্বাগতিকদের ওপর। ৪৩ মিনিটে রাফিনিয়ার শট ঠেকালেও ফিরতি শটে গোল করেন লেভা। ৫৩ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে আবারও গোল করেন পোলিশ এই স্ট্রাইকার। 

শুরুর দুই গোলের কারিগর রাফিনিয়াও গোল পেয়েছেন। ৭৬ মিনিটে কুন্দের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। এরপর ফেরমিন লোপেজের গোলেও সহায়তা করেন কুন্দে। যার ফলে বার্সা ৫-১ গোলে এগিয়ে যায়। শেষ মুহূর্তে মিলসনের গোলে ব্যবধান কমায় বেলগ্রেড। তাতে বার্সা ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে বার্সা ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। ওদিকে বেলগ্রেড ৪ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না নিয়ে আছে তালিকার ৩৫ নম্বরে।

সম্পর্কিত খবর