শান্ত ভুল করেছিল, আমিও ভুল করেছি

শান্ত ভুল করেছিল, আমিও ভুল করেছি

এক দিন পেরিয়ে গেছে। তবে আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডের ওই হার স্মৃতি থেকে মুছে ফেলতে সময় লাগবে বাংলাদেশের। ২৩ রানে শেষ ৮ উইকেট নেই দলের, এমন পরিস্থিতিতে যে বর্তমান স্কোয়াডের কম খেলোয়াড়ই পড়েছেন!

তবে শারজায় প্রথম ওয়ানডেতে এমন কী হয়েছিল যে দল এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল? মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, পুরো কাণ্ডটা ঘটেছে বলটা একটু নরম, একটু পুরোনো হওয়ার পর। 

তিনি আজ এক ভিডিওবার্তায় বলেন, ‘আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, তখন আমাদের কাছে উইকেটটা সহজ মনে হচ্ছিল। ২০ ওভার পর বল যখন একটু পুরোনো, নরম হয়ে গিয়েছিল, তখন টার্ন শুরু হয়ে গেছে।’

তবে এরপরও সেট ব্যাটার হিসেবে নিজেদের দায়িত্বটা আরও বড় ছিল, জানালেন মিরাজ। বললেন, ‘আপনি দেখেন মাঝে আমি আর শান্ত একটু স্ট্রাগল করছিলাম, আমরা সেট থাকাকালে। ওই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম, আমাদের দুইজনের মধ্যে একজনের খেলাটা শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম, আমাদেরই খেলতে অসুবিধা হচ্ছে, পরের ব্যাটারদের জন্য আরও কঠিন হবে এখানে খেলা, কারণ হঠাৎ করে উইকেটটা এমন স্লো টার্নিং হচ্ছিল, তারপর থেমে আসছিল, আপনি বুঝতে পারবেন না  কোন বল সোজা যাবে, কোন বল টার্ন করবে। এটা হঠাৎ করে হয়েছে। ওই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটারদের খেলা শেষ করে আসা উচিত।’

শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও নিজের পারফর্ম্যান্সের সমালোচনা করলেন মিরাজ। তিনি বলেন, ‘আমাদের বোলাররা ভালো বল করেছে, দ্রুত পাঁচটা উইকেট নিয়েছে। আমরা মাঝের ওভারে উইকেট পাইনি, ওরা ১০০ রানের জুটি গড়ে ফেলেছিল। আমাদের পেসাররা ভালো বল করেছে। আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল, ততটা আমি দিতে পারিনি। যেমন ধরুন মাঝের ওভারে আমি বা রিশাদ যদি একটা দুটো উইকেট বের করতে পারতাম, তাহলে বিষয়টা সহজ হয়ে যেত। হয়তো আমি রান কম দিয়েছি, কিন্তু দল আমার কাছে উইকেট চায়। আমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি, তা বাংলাদেশ দলকে ম্যাচ জিততে সাহায্য করবে।’ 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল সকালে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ভেন্যু ওই শারজাই। 

সম্পর্কিত খবর