ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ অ্যামেচার ক্রিকেটে শনিবার তিন ম্যাচ
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের লড়াই শুরু হয়েছে। গতকাল শুক্রবার কোনো ম্যাচ না থাকলেও আজ ৯ নভেম্বর শনিবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পুলিশ স্টাফ কলেজ মাঠে অলস্টার খেলবে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে। বিকেএসপির ১ নম্বর মাঠে আরেক ম্যাচে সেনা কল্যাণ সংস্থা খেলবে বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে।
পুলিশ স্টাফ কলেজ মাঠে দুপুর ১২টা ৩০ মিনিটে দিনের তৃতীয় ম্যাচে ক্যাডেট একাদশের প্রতিপক্ষ ব্র্যাক ব্যাংক লিমিটেড। এবারের কর্পোরেট অ্যামেচার টি-২০ ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।