এবাদত ১৬ ম্যাচ পর মাঠে ফিরলেন
এবাদত হোসেন তার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন। তবে এরপর ইনজুরি তাকে ছিটকে দিল সবকিছু থেকে। ১৬ মাসের কষ্টকর সে অপেক্ষা শেষে অবশেষে তিনি ফিরে এসেছেন ক্রিকেটে। আজ জাতীয় লিগের ম্যাচে সিলেটের হয়ে মাঠে নেমেছেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে গেল বছরের ওয়ানডে বিশ্বকাপটা হয়তো খেলেই ফেলতেন ১২ ওয়ানডেতে ২২ উইকেট শিকার করা এবাদত। তবে শেষমেশ তা আর পারেননি তিনি। বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজে পাওয়া লিগামেন্টের চোট তাকে ঠিকমতো দাঁড়াতেই দিচ্ছিল না।
অস্ত্রোপচার করা হয় তার পায়ে। এরপর তা শেষে শুরু হয় ক্লান্তিকর এক পুনর্বাসন প্রক্রিয়া। সবকিছুর শেষে তিনি মাঠে ফিরে এসেছেন। আজ সিলেটের হয়ে নামলেন জাতীয় ক্রিকেট লিগে।
এর আগে গতকাল নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/কোচ ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই। ’
কক্সবাজারের একাডেমি মাঠে আজ খুলনার বিপক্ষে সিলেট বিভাগের হয়ে খেলছেন তিনি। যদিও এখনও বল হাতে নিয়ে দৌড়াতে পারেননি। তার দল সিলেট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।