টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে নাটকীয় হারের পর প্রতিটা ম্যাচই এখন বাংলাদেশের জন্য ডু অর ডাই। এমন সমীকরণ সামনে নিয়ে আজ নাজমুল হোসেন শান্তর দল নামছে দ্বিতীয় ম্যাচে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত আজ নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
বাংলাদেশ একাদশে আছে দুই পরিবর্তন। চোট পেয়ে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় একাদশে এসেছেন জাকের আলি অনিক, অনুমিতই ছিল বিষয়টা। আর নাসুম আহমেদ ঢুকেছেন একাদশে, বাদ পড়েছেন রিশাদ হোসেন।
ওদিকে আফগানিস্তান একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ওয়ানডের দল নিয়েই আজ বাংলাদেশের মুখোমুখি তারা।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মোহাম্মদ গজানফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকী।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।