উইকেট খুইয়ে সৌম্যর আফসোস
তানজিদ তামিম দারুণ শুরু এনে দিয়েছিলেন। তবে তার বিদায়ের পর বাংলাদেশ এগোচ্ছিল সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে। দুজন মিলে ৭১ রানের জুটিও দাঁড় করিয়ে ফেলেছিলেন।
তবে এরপরই সৌম্য বিদায় নিলেন ৩৫ রান করে। রশিদ খানের বলে এলবিডব্লিউ হলেন তিনি। এরপর যা ঘটল, তাতে সাজঘরে ফিরে আফসোসই করার কথা তার।
রশিদের আগের বলে শান্তর ব্যাটের ভেতরের কানায় বল লেগে চলে গিয়েছিল স্কয়ার লেগের দিকে। এর পর ঠিক একই বলে সৌম্য বলের লাইন মিস করলেন। রশিদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।
সৌম্য একটু ভাবছিলেন রিভিউ নেবেন কি না। ওপাশ থেকে শান্ত কিছু একটা বললেন, ৪৯ বলে ৩৫ রান সৌম্য ফিরে গেলেন সাজঘরে। ৯৯ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
একটু পর রিভিউতে দেখা গেল বলটা লেগ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে এসেছে। যা রিভিউ নিলে সে যাত্রায় বেঁচে যেতেন সৌম্য!
এখানে শান্তর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বেশ। সৌম্য যখন এই বলের মুখোমুখি হচ্ছিলেন ওপাশে শান্ত তখন ছিলেন অনেক বাইরের দিকে। তাই বল কোথায় পড়ছে, তা নিয়ে পরিষ্কার ধারণা থাকার সম্ভাবনা ছিল ক্ষীণ, সেটা থাকলে সৌম্য হয়তো রক্ষা পেয়েই যেতেন!
সাজঘরে ফিরে তাই আফসোস কম হওয়ার কথা নয় বাংলাদেশ ওপেনারের। আজ যে তিনি ছন্দে ছিলেন বেশ!