ক্যাডেট, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জয়
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে শনিবার জয় পেয়েছে ক্যাডেট একাদশ, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী।
ব্র্যাক ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে ক্যাডেট একাদশ। সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আরেক ম্যাচে অল-স্টারকে ৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
পুলিশ স্টাফ কলেজ মাঠে প্রথমে ব্যাট করতে নামা ব্র্যাক ব্যাংক লিমিটেড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন তৌহিদুল ইসলাম। জবাব দিতে নেমে এ কে এম হুসনা হাবিব মেহেদির ৩৬ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে ক্যাডেট একাদশ ১৮.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
বিকেএসপি ১ নম্বর মাঠে প্রথমে ব্যাট করা সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান তুলতে পারে। আলী আসাব উদ দৌলা হিরা সর্বোচ্চ ৩৫ রান করেন। জবাবে নাঈমুল হাসানের ১৮ বলে ৩৩ রানের ইনিংসের কল্যাণে ১৭.১ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বিমান বাহিনী।
পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে আরেক ম্যাচে আকিফুর রহমান (৫০), রাফসান বুলবুল (৫৭), নাঈম হোসেন (২২) ও বাশার আলীর (২১) কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ নৌবাহিনী। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তুলতে পারে অল-স্টার।