‘পেশাদার’ নাসুমের প্রশংসায় পঞ্চমুখ শান্ত

‘পেশাদার’ নাসুমের প্রশংসায় পঞ্চমুখ শান্ত

নাসুম আহমেদ এর আগে পারফর্ম করে আলোচনায় আসেননি, বিষয়টা এমন নয়। তবে গেল বিশ্বকাপে এমন এক ঘটনা ঘটেছিল, যা তাকে আলোচনায় এনেছিল ভিন্ন কারণে। সেই নাসুম আবারও দলে এলেন, প্রথম ম্যাচেই এবার পারফর্ম করে আলো কেড়ে নিলেন; যা তার পেশাদারত্বের বড় একটা বার্তাই হয়ে রইল। 

গেল ওয়ানডে বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন নাসুম। সে আসর চলাকালে তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে চড় মেরেছিলেন। তখন এর কোনো প্রতিক্রিয়া বিসিবি না দেখালেও সম্প্রতি বিসিবি তাকে বরখাস্ত করেছে ওই কারণেই। 

তবে তেমন ঘটনা একজন খেলোয়াড়ের ওপর মানসিকভাবেও প্রভাব ফেলে। দলে ফিরলে ওই ঘটনা তার মগজে ফিরে ফিরে আসাও অসম্ভব কিছু নয়। সেসব পেছনে ফেলে নাসুম কাল ব্যাটে বলে পারফর্ম করেছেন দারুণভাবে। দল যে বড় জয় নিয়ে সিরিজে ফিরল, তাতে অবদানটা তো নাসুমেরও অনেক!

এমন পারফর্ম্যান্সের পর অধিনায়ক শান্ত বড় করে দেখলেন নাসুমের পেশাদারত্বকে। বললেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সবসময় খেলায় মনোযোগ ধরে রাখা উচিত এবং সে অইটাই করেছে। নাসুম এর আগেও ড্রেসিংরুমেও ছিল, ফলে মিরাজদের সাথে এডজাস্টমেন্টের কোনো সমস্যা হয়নি।’ 

এমন পারফর্ম্যান্স ধরে রাখবেন নাসুম, আশা শান্তর। বললেন, ‘ব্যাটিং-বোলিং যেভাবে করেছে সেটা দলকে সাহায্য করেছে এবং খুব সাহসের সাথে করেছে। ফলে তার অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে। আশা করব যে পরের ম্যাচেও এভাবেই করবে ইনশাল্লাহ।’

ব্যাট হাতে যখন নেমেছেন, ৩ বলের ব্যবধানে দুই উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। সে সময় জাকের আলির সঙ্গে জুটি গড়ে ৪৬ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে। অধিনায়ক শান্ত জানালেন, সেটাই মোমেন্টাম এনে দিয়েছে দলকে। 

তিনি বলেন, ‘(ম্যাচের টার্নিং পয়েন্ট) জাকের-নাসুমের ব্যাটিং। যেভাবে শেষ করল ইনিংস। বোলিং মনে হয় ওভারল ভালো করেছে বোলিং ইউনিট। ফিল্ডাররা আমার মনে হয় আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো ছিল।

সম্পর্কিত খবর