সহকারী কোচ হিসেবে যা করতে চান সালাউদ্দিন

সহকারী কোচ হিসেবে যা করতে চান সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল কোচ তিনি। তবে এবার যখন বিপিএল মাঠে গড়াবে, তখন মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন না কোনো দলের ডাগআউটে, তার ভূমিকা বদলে গেছে এবার। তিনি এখন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ।

তিনি এই দায়িত্ব পেয়েছেন বেশ কিছু দিন আগে। তার পরদিনই নেমে পড়েছেন কাজে। তবে তার পর থেকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। হয়েছেন আজ। এরপর তিনি কথা বলেছেন নিজের ভূমিকা, দলের পরিস্থিতিসহ নানা বিষয়ে।

নতুন ভূমিকায় কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অনুভূতি একপাশে রেখে শতভাগেরও বেশি দিতে চান তিনি। বলেন, ‘আমার আসলে অনুভূতি খুব কম। অনুভূতি হয় না। কারণ এটা আমার পেশা। আমি যেই জার্সিতেই থাকি, সেটাতে পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি চাই যেন ১১০ পার্সেন্ট দিতে পারি।’

কোচ হওয়ার পর দেশের আপামর জনতার ভালোবাসাও টের পেয়েছেন সালাউদ্দিন। মানছেন, সে ভালোবাসার প্রতিদান দেওয়াটা এখন তার ‘নৈতিক দায়িত্ব’। বললেন, ‘আমি যেহেতু পেশাদার কোচ, আমি যেখানে কাজ করবো, সেখানেই আমার পুরোটা দিতে হবে। অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে।’

সিনিয়র সহকারী কোচ হিসেবে এবার কেমন হবে তার ভূমিকা? তার জবাবে তিনি বলেন, ‘যেহেতু সহকারী কোচ, আর হেড কোচ আছে এখানে। সে কিভাবে দলটা চালাচ্ছে তাকে হেল্প করা সেই সাথে ক্রিকেটারদের যতটুকু পারি হেল্প করা। আমার রোলটা হয়তো একটু আলাদা হবে আগেরবারের তুলনায়। চেষ্টা করব ছেলেরা যেন আরো উন্নতি করে, বিদেশী কোচ আছে তাদের সঙ্গে ছেলেদের যোগাযোগটা যাতে আরো ভালো হয় সেদিকে লক্ষ্য থাকবে।’

সম্পর্কিত খবর