সাকিবকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল

সাকিবকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই। এরপরই বাংলাদেশ দল খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে। ওই সফরে সাকিব আল হাসান দলে থাকবেন কীনা সেটিই ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলল। রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই সাকিব আল হাসান।

শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে না থাকলেও উইন্ডিজে যাচ্ছেন লিটন দাস। সাকিব না থাকায় ফের জায়গা মিলল হাসান মুরাদের। এই সিরিজেও অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে দলে নেই মুশফিকুর রহিম।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট। এরপরই ওয়ানডে সিরিজ। ৮, ১০ ও ১২ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচই হবে সেন্ট কিটসে।

তারপরই টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ তিনটি হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

বাংলাদেশ টেস্ট দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন কুমার দাস (উইকেট কিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

সম্পর্কিত খবর