কোটি টাকা হাতে পেলেন সাবিনারা
সাফ জয়ের পর দেশে ফিরেই বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিশ্রুতি পেয়েছিল কোটি টাকা পাওয়ার। অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দিয়েছিলেন এই প্রতিশ্রুতি। সে ঘোষণার ১১তম দিনে সে টাকা বুঝে পেলেন সাবিনা খাতুনরা।
স্কোয়াডের খেলোয়াড়সহ সাফে যাওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন ৩২ জন। সে ৩২ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এই অর্থ। সবাই পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। বিষয়টি নিজের ফেসবুক পাতায় নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা।
জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের কাছে ৩২টি আলাদা চেক ইস্যু করেছে। চেক গুলো পাওয়ামাত্র ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ২০ লাখ টাকার ঘোষণা দিয়েছিল সাফজয়ের পরের দিন। এরপর সম্প্রতি বাফুফে ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকা পুরস্কারের।
সে অর্থ অবশ্য এখনও বাংলাদেশ নারী ফুটবল দল হাতে পায়নি। চলতি মাসের মধ্যেই এই অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে সাবিনা খাতুনের দলের।