৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
যে কোনো ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং জুটি যেন বেহুলার বাসরেরই অন্য নাম। চলতি আফগানিস্তান সিরিজেই যেমন, আগের দুই ম্যাচ মিলিয়ে এই জুটিতে উঠেছিল ৪০ রান। তবে আজ বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার শুরুটা করেছিলেন ভালো। পঞ্চাশ রানের জুটি চলে এসেছিল উদ্বোধনী জুটি থেকে।
সবকিছু অতীত কালে উল্লেখ করতে হচ্ছে, কারণ জুটির ফিফটির পরেই বিদায় নিয়েছেন সৌম্য সরকার। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়েছেন তিনি। ফেরার আগে তিনি করেছেন ২৩ বলে ২৪ রান। এর ফলে টানা তৃতীয় ম্যাচে সৌম্য আউট হলেন থিতু হয়ে, চলতি সিরিজে তার ইনিংসগুলো যথাক্রমে ৩৫ ও ৩৩।
তবে দুই সঙ্গীর মধ্যে তাকেই বরং বেশি থিতু মনে হচ্ছিল। ওপাশে তানজিদ হাসান তামিম বেশ নড়বড়ে ছিলেন। ইনিংসের তৃতীয় আর চতুর্থ ওভারে দু’বার ‘জীবন’ পেয়েছিলেন তামিম। প্রথমবার ফজলহক ফারুকির বলে ক্যাচ তুলে দিয়েছিলেন উইকেটের পেছনে, সেটা তালুবন্দি করতে পারেননি গুলবাদিন নাইব, তখন তামিম রানের খাতাই খোলেননি।
মোহাম্মদ গজানফরের বলে ইনফিল্ডের ওপর দিয়ে বলটা তুলে দিতে গিয়ে ভুলটা করেন তামিম, বল উঠে যায় আকাশে। তবে সেবার হাশমতউল্লাহ শহিদির হাত ফসকে ক্যাচটা বেরিয়ে যায়। আরও একবার জীবন পেয়ে যান তামিম।
তবে এমন সুযোগ পেয়েও তিনি তা কাজে লাগাতে পারেননি। মোহাম্মদ নবির বলে তিনি ক্যাচ দিয়েছেন ওই শহিদির হাতেই। ফেরার আগে তিনি করেছেন ২৯ বলে ১৯ রান। ৫৩ রানে প্রথম উইকেট হারানোর পর পর দ্বিতীয় উইকেটটা কোনো রান না যোগ করেই হারিয়ে বসে বাংলাদেশ।
পাওয়ারপ্লে শেষে দলের রান ছিল ৫৮, উইকেট ওই দুটোই। তবে উইকেটের সংখ্যা তিন হয়ে গেল পাওয়ারপ্লের একটু পরই। ভুল বোঝাবুঝিতে আউট হলেন জাকির হাসান। ৫ বলে ৪ রান করে আউট হন তিনি। দারুণ শুরুর পর বাংলাদেশ ৫ রানের ব্যবধানে ৩ উইকেট খুইয়ে বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ।