মিরাজ-রিয়াদের ব্যাটে ধাক্কা সামলেছে বাংলাদেশ
শুরুটা দারুণই হয়েছিল বাংলাদেশের। তবে পাওয়ারপ্লের শেষ দিকে এসে পথ হারিয়ে বসার যোগাড় হয়েছিল রীতিমতো। ১৯ রানের এদিক ওদিকে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ দিকভ্রান্ত হয়ে পড়েছিল। তবে মেহেদি হাসান মিরাজ আর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে সে ধস সামাল দিয়েছে বাংলাদেশ।
দলীয় ৫৩ রানে সৌম্য সরকার বোল্ড হন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে। এরপরও জোড়া ‘জীবন’ পাওয়া তানজিদ তামিম বিদায় নেন মোহাম্মদ নবীর বলে হাশমতউল্লাহ শহিদিকে ক্যাচ দিয়ে।
পরের উইকেটটা জাকির হাসানের। মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হন। কিছুক্ষণ পর রশিদ খানের শিকার বনেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ৭২ রানে ৪ উইকেট খুইয়ে পড়ে যায় ঘোর বিপাকে।
সে অবস্থায় অধিনায়ক মিরাজের সঙ্গে জুটি বাধেন অভিজ্ঞ রিয়াদ। দুজন মিলে ইতোমধ্যেই পঞ্চম উইকেটে যোগ করে ফেলেছেন ৫৮ রান। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত মিরাজ ৩৮ ও রিয়াদ ২৬ রান করে অপরাজিত ছিলেন। ৩০ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ১৩০ রান।